Jewel Bros Tv Is A One Off The Best Audio Visual Production House In Bangladesh, We Create A Blog To Help New You Tuber In Bangladesh
Thursday, May 31, 2018
Wednesday, May 30, 2018
Tuesday, May 29, 2018
ইউ টিউব মনেটাইজেশন কি?
গুগলের মনিটাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যা একটি লিগ্যাল চুক্তির মাধ্যমে গুগল আর কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। গুগলের একটা শাখা হল ইউটিউব। যা বর্তমানে সারা দুনিয়ার সব চাইতে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হিসাবে সর্বজন গ্রিহীত। গুগল ইউটিউব এ ভিডিও শেয়ার কারীকে তার বিজ্ঞাপন এর লভ্যাংশ শেয়ার করে থাকে। আর তা করতে একজন ক্রিয়েটর কে অবশ্যই ভিডিও টি মনেটাইজেশন করতে হবে গুগল এড সেন্স এর আন্ডারে। মূলত ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য ইউটিউব মনিটাইজেশন ইনেবল করতে হয়। তবে শুরুতেই একাউন্ট খুলে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন অপশন পাবেন না। আপনার YouTube ভিডিওটি আপলোড করার পর পরই আপনি চাইলে আপনার আপনার ভিডিওটি গুগল বিজ্ঞাপনের জন্য এনাবেল করতে পারেন। এজন্য আপনার YouTube একাউন্টটিকে আপনার Ad Sense একাউণ্টের সাথে কানেক্ট করতে হবে। ভাল কথা, AdSense একাউন্ট না থাকলে একটি একাউন্ট খুলে নিতে হবে আর YouTube এ Monetization অপশনটি এনাবেল করতে হবে। আর নতুন ইউটিউব একাউন্ট হলে মনিটাইজেশন অপশনটি পেতে হয়তো একটু অপেক্ষা করতে হবে। ইউটিউব এর নতুন নিয়ম অনুযায়ী কোন চ্যানেল এর এক বছরের কার্য দিবসের ভিতর ১০ হাজার ভিউ, ৪ হাজার মিনিট ওয়াচ টাইম, ১ হাজার সাবস্কাইবার বানানোর পরেই এ্যাড সেন্স ওপেন হয়। বিষয় টি যে এক বছরের হবে তেমন কোন সর্ত না, শর্ত হল উপরুক্ত শর্ত যদি এক মাসের ভিতর হয় তো তাতেই মনেটাইজেশন ওপেন হবে। আবার যদি তিন বছর পর হয় তবে হবে না। ১০০০ সাবস্ক্রাইব, চার হাজার মিনিট ওয়াচ টাইম, ১০ হাজার ভিউ এক বছরের ভিতর হবে। এর পর মনেটাইজেশনের জন্য এপ্লাই করতে হবে। রিভিউ এর পর দিবে প্রত্যাশিত অ্যাডসেন্স। মনেটাইজেশন ওপেন হবার পর ভিডিওটিতে প্রদর্শিত এড থেকে আপনার ইনকাম শুরু হবে। তবে খেয়াল রাখতে হবে ভিডিওটি যেন ইউনিক হয়। কপি বা চুরি করা ভিডিও হলে ধরা খাবেন। আর একটি কথা তাড়াতাড়ি মনিটাইজেশন ইনেবল করতে চাইলে চ্যানেলে ইউনিক ভিডিও আপলোড করুন, সাবস্ক্রাইব বাড়ান আর এডসেন্স এর জন্য এপ্লাই করুন। ধন্যবাদ।
Subscribe to:
Posts (Atom)